Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টারঃ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি সরকারী সেবামূলক প্রতিষ্ঠান। এ অধিদপ্তরের মাঠ পর্যায়ে উপজেলা কৃষি অফিসসমূহ আধুনিক ও লাগসই প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে কৃষি ও কৃষকের সেবা করে আসছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিটিজেন চার্টার নিম্নরূপঃ

◊সকল শ্রেণীর কৃষকের জন্য কৃষি সম্প্রসারণ সহায়তা দেয়া।

◊কৃষকদের দক্ষ সম্প্রসারণ সেবা প্রদান।

◊ কৃষি বিষয়ক কর্মসূচী প্রণয়ন।

◊ চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণ।

◊ সকল শ্রেণীর কৃষকদলের সাথে কাজ করা।

◊ সম্প্রসারণ কর্মী/কৃষকদের প্রশিক্ষণ দেয়া।

◊উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতি ব্যবহার।

◊সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদান।

◊ পরিবেশ সংরক্ষণে সমন্বিত সহায়তা প্রদান।

◊ কৃষি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার।

 

 

ক্রঃ নং

দায়িত্বাবলী

সেবা গ্রহণকারী

প্রার্থীত সুবিধা পাওয়ার সর্বোচ্চ সময়সীমা

পত্র গ্রহণ, ডাইরিকরণ ও প্রাপ্ত পত্রসমূহ বন্টন

প্রাতিষ্ঠানিক কর্মকর্তা/কর্মচারী

১ দিন

পত্রসমূহ নথিতে উপস্থাপন

কর্মকর্তা/কর্মচারী

৩ দিন

অর্জিত ছুটি মঞ্জুর

৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী

৭ দিন

শ্রান্তিবিনোদন ভাতা মঞ্জুর

৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী

৫ দিন

কর্মকর্তা/কর্মচারীদের বিভিন্ন প্রকার আবেদনপত্র অগ্রগামীকরণ

কর্মকর্তা/কর্মচারী

৫ দিন

মাসিক রিপোর্টিং

ডিডিএই কার্যালয়

নির্ধারিত তারিখ মোতাবেক

অভিযোগ নিষ্পত্তি

কৃষক/জনগণ/প্রাতিষ্ঠানিক কর্মকর্তা, কর্মচারী

২৫ দিন

সার ও বীজের আগমনী বার্তা প্রাপ্তির পর গুদাম পরিদর্শন ও বিক্রয়াদেশ প্রদান

সার ও বীজ ডিলারগণ

১ দিন

বেতন প্রদান

প্রাতিষ্ঠানিক কর্মকর্তা/কর্মচারী

২ দিন